
শুক্রবার ২৩ মে ২০২৫
পুরনো প্রেম কিসে বাড়ে? রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ বলছেন, আপাতত বিয়েবাড়িতে। কেন? ইরা খানের রিসেপশনে দু’জনের রংমিলন্তি পোশাকে উপস্থিতি সে কথাই বলছে। আরও খবর, এদিনের বিয়েবাড়িতে আলিয়া ভাট বা ভিকি কৌশল কেউ আসেননি! পাপারাৎজিদের ক্যামেরা স্বাভাবিক ভাবেই দু’জনেই এই মিলিজুলি কোনও ভাবে এড়ায়নি। ক্যামেরা বলছে, কাকতালীয় হলেও ব্যাপারটা বেশ উপভোগ্য। উপস্থিত আমন্ত্রিতদেরও বিষয়টি নজর এড়ায়নি।
শনিবারের সন্ধের রিসেপশনে তারকার মেলা। ধর্মেন্দ্র থেকে শ্রুতি হাসান— কেউ বাদ যাননি। প্রত্যেকে এদিন চোখ ধাঁধানো সাজে সেজে উপস্থিত হন। ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, রাজকুমার হিরানি, কার্তিক আরিয়ান এবং আরও অনেকে। আচমকাই সবার চোখ আটকে যায় ক্যাটরিনার দিকে। দুধ সাদা লেহেঙ্গা-চোলিতে অপরূপা তিনি। সাদা লেহেঙ্গায় সোনারি জরির ভারী কাজ। সঙ্গে মানানসই সোনায় বাঁধানো মুক্তোর গয়না। কিন্তু সঙ্গে নেই ভিকি। এর কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে ঢোকেন রণবীর। তিনিও ধবধবে সাদা পোশাকে রাজপুত্রের মতোই সুন্দর! দেখেশুনে ফিসফাস শুরু রিসেপশন বাড়িতে।
প্রথম সন্তানের বিয়ে। একফোঁটা কার্পণ্য করেননি আমির খান। চোখে জল মুখে হাসি নিয়ে উপস্থিত তিনি। তাই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, দুই ছেলেকে নিয়ে পুরোটা সামলেছেন। কিরণ রাও এদিন আসেননি। তিনি অসুস্থ, জানান আমির। প্রত্যেকে নিজেদের মতো করে অতিথিদের আপ্যায়ন করেছেন। ইতিমধ্যেই রিসেপশনের ছবি, ভিডিও ভাইরাল। রানিরঙা লেহেঙ্গায় ভীষণ ঝলমলে ইরা। শিখর বেছে নিয়েছিলেন কালো বন্ধগলা শেরওয়ানি।
রিসেপশনে ছিল রকমারি খাবার। তবে কোনও বিদেশি খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেননি ‘মি.পারফেকশনিস্ট’। তালিকায় ছিল ভারতের নয় রাজ্যের নানা ধরনের পদ। যেমন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবি খানা ছিল। তবে সব থেকে বেশি ছিল রকমারি গুজরাতি খানাপিনা। বলিউড তারকা ছাড়াও ইরার রিসেপশনে দেখা গিয়েছে ক্রীড়া এবং রাজনীতিবিদদেরও।
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
আচমকা পিছিয়ে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ আর ‘সিক্রেট ওয়ার্স’-এর মুক্তি! কেন জানেন?
বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?